ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘বাংলাদেশের মানুষের প্রচুর আয় হচ্ছে’

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:৫০, ৯ ডিসেম্বর ২০২১
‘বাংলাদেশের মানুষের প্রচুর আয় হচ্ছে’

সুনামগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে মো. নুরুল হক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশের মানুষের এখন প্রচুর আয় হচ্ছে। আমাদের দেশে ক্ষুধা প্রায় নেই। না খেয়ে কাউকে ঘুমাতে হয় না। পরিষ্কার পানি খেতে পারি। বাংলাদেশ আর দরিদ্র নয়। এখন দেশের কোথায়ও খালি পায়ে হাঁটার মানুষ নেই। এসব আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে।’

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে মো. নুরুল হক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একজন মন্ত্রী (প্রতিমন্ত্রী) অন্যায় করেছিলেন। মানুষ তার প্রতিবাদ করেছিলেন। প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সাথে সাথেই ব্যবস্থা নিয়েছেন।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক প্রমুখ।

আল আমিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়