ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৯ ডিসেম্বর ২০২১  
স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে রাহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা  জরিমানা অনাদায়ে  এক বছরের সাজার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. তাজুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত রাইদুল ইসলাম উপজেলার তারাগুনিয়া গ্রামের মন্ডলপাড়ার ইন্তাজ আলীর ছেলে। 
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১০ সালের ৬ জুলাই রাতে শ্বাসরোধ করে স্ত্রী রংগীলা খাতুনকে হত্যা করেন স্বামী রাহিদুল ইসলাম। পরে আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। ওই ঘটনার পরের দিন নিহতের চাচা দিদার হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১১ সালের ৩ নভেম্বর  আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ৯ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী বলেন, রাহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি পলাতক আছেন।

কাঞ্চন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়