ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ধানক্ষেতে বিরল প্রজাতির শকুন

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫০, ১০ ডিসেম্বর ২০২১  
ধানক্ষেতে বিরল প্রজাতির শকুন

বরগুনার তালতলীতে ধানক্ষেত থেকে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার কবিরাজ পাড়া থেকে এটি উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা চং থান রাখাইন রাইজিংবিডিকে জানান, কবিরাজপাড়ার কৃষক সিয়াং খ্যাংয়ের ক্ষেতে শকুনটিকে ছোটাছুটি করতে দেখে কয়েকজন শিশু। ওরা ভয় পেয়ে তাদের জানালে গ্রামবাসী একত্রিত হয়ে শকুনটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দিলে তারা এসে নিয়ে যায়।

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ধানক্ষেতের মাঠ থেকে স্থানীয়রা শকুনটি উদ্ধার করে তাদের খবর দিলে উদ্ধার করে নিয়ে আসেন। এটি বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় শকুন। চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর তালতলীর সোনাকাটা সংরক্ষিত বনে শকুনটিকে অবমুক্ত করা হবে।

ইমরান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়