ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এক টাকার ভাসমান বাজার

বিজয় ধর, রাঙামাটি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১১ ডিসেম্বর ২০২১  
এক টাকার ভাসমান বাজার

সারি সারি নৌকায় অপেক্ষায় রাঙামাটির বরকল উপজেলার সুবলং এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। মাত্র এক টাকায় নিজের পছন্দের বাজার করবেন তারা।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজারস্থ কাপ্তাই হ্রদের ওপর পাহাড়ের নিম্ন আয়ের মানুষের জন্য ব্যতিক্রমী এক টাকার ভাসমান বাজার চালু করেছে রাঙামাটি সেনা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

যেখানে একটি নৌকায় রাখা হয়েছে- চাল, ডাল, তেল, আটা, লবণসহ বিভিন্ন নিত্যপণ‌্য; যা মাত্র এক টাকা দিয়ে ক্রেতারা কিনবেন। আর আরেক নৌকায় রাখা শাড়ি লুঙ্গি, পিনন, জুতা, স্যান্ডেলসহ ১১ প্রকারের ব্যবহারের জিনিস বিনামূল্যে নিজের ইচ্ছা মতো বেছে নিচ্ছেন শুভলং এলাকার পাহাড়ি বাঙ্গালি খেটে খাওয়া মানুষ। এতেই খুশি নিম্ন আয়ের মানুষ।

এক টাকার ভাসমান বাজার উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান। এসময় পাহাড়ের মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ সেনাবাহিনী অব্যাহত রাখবে জানিয়ে রাঙামাটি রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ের মানুষ যারা এখনো দারিদ্রসীমার নিচে; তাদেরও কল্যাণে সেনাবাহিনী কাজ করছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় সেনাবাহিনী এক টাকার বাজার চালু করে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে চায়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানান, পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক মানুষ যেন নিজের ইচ্ছেমতো বাজার করার সাধ নিতে পারেন; সে সুযোগ করে দিতে এমন আয়োজন। জেলার বিভিন্ন উপজেলায় ৫ দিনব্যাপী এ বাজার চলবে বলে তিনি জানান। 

এসময় রাঙামাটি  সদর জোন কমান্ডার ল্যাফটেনেন্ট কর্নেল আশিকুর রহমান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন, শুভলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়