ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সারের উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার : শিল্পমন্ত্রী 

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৯, ১২ ডিসেম্বর ২০২১  
সারের উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার : শিল্পমন্ত্রী 

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারের উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

শনিবার ( ১১ ডিসেম্বর ) নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার প্রকল্প পরিদর্শনকালে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, `দেশে বছরে ইউরিয়া সারের চাহিদা ২৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে আমদানি করতে হয় প্রায় ১৬ লাখ মেট্রিক টন। আমদানি নির্ভরতা কমানো ও উৎপাদন বৃদ্ধির জন্য নরসিংদীর পলাশ ও ঘোড়াশাল সার কারখানাকে একত্রিত করে ইউরিয়া সার উৎপাদনে নতুন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই নির্ধারিত প্রকল্পটি উৎপাদনে যাবে বলে আশা করছি।’

এ সময় সারের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের সুবিধায় সরকারি সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। 

মাহমুদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়