ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘রেলের নতুন লাইনে আন্ডার ও ওভার পাস সিস্টেম রাখা হচ্ছে’

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ১২ ডিসেম্বর ২০২১   আপডেট: ১০:১৪, ১২ ডিসেম্বর ২০২১
‘রেলের নতুন লাইনে আন্ডার ও ওভার পাস সিস্টেম রাখা হচ্ছে’

দুর্ঘটনা রোধে নতুন যে সমস্ত রেল লাইন বসানো হচ্ছে সেগুলোতে আন্ডার ও ওভার পাস সিস্টেম রাখা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

শনিবার (১১ ডিসেম্বর) নীলফামারীর কুন্দুপুকুর বউবাজার এলাকায় রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন ও নিহত ব্যাক্তিদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ভারত বর্ডার খুলে দিলেই উদ্বোধন হওয়া ঢাকা-শিলিগুড়ি ট্রেনটি নিয়মিত চলাচল করবে।

এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাজিদ মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত আট ডিসেম্বর নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বউবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন ভাই-বোনসহ চার জন নিহত হয়।

সিথুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়