ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

লক্ষ্মীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১৩ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৩:৩৯, ১৩ ডিসেম্বর ২০২১
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

লক্ষ্মীপুরে স্ত্রী জ্যোস্না বেগমকে হত্যা মামলায় স্বামী ইসমাইল হোসেন সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত সুজন জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৮ সালের ২০ এপ্রিল জ্যোস্না বেগমকে হত্যা করেন সুজন। এরপর জ্যোস্নার লাশ হাসপাতাল মর্গে রেখে পালিয়ে যান তিনি। ওই ঘটনায় ২২ এপ্রিল নিহতের বাবা মো. বাহার লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৫ জনের সাক্ষ্য শেষে সোমবার বিচারক রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

লিটন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়