ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অতিথি পাখির কলতানে মুখর আলতাদীঘি

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১৩ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:২৭, ১৩ ডিসেম্বর ২০২১
অতিথি পাখির কলতানে মুখর আলতাদীঘি

নওগাঁর সীমান্তঘেঁষা উপজেলা ধামইরহাট। এ উপজেলার সদর থেকে মাত্র ছয় কিলোমিটার উত্তরে গেলেই দেখতে পাওয়া যাবে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা শালবনে ঘেরা আলতাদীঘি।

আলতাদীঘি জাতীয় উদ্যান নওগাঁ জেলার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত। আলতাদীঘির পূর্ব, পশ্চিম ও দক্ষিণে গহীন শালবন আর উত্তরে তারকাটা ঘেরা ভারতীয় সীমান্ত।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে সেখানে গেলে দেখা যায়, দীঘির চারপাশে ভোরের কুয়াশার চাদর। সর্বত্র ছড়িয়ে শীতের আমেজ। ঋতুর পরিবর্তনে দুর দুরান্ত থেকে ঝাঁক বেঁধে আসতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠছে আলতা দীঘির চারপাশ।

এদের মধ্যে উল্লেখযোগ্য রাজ সরালি, পাতি সরালি, বালি হাঁস, রাজহাঁস, মান্দারিন হাঁস, গোলাপি রাজহাঁস, ঝুটি হাঁস, চখাচখি, চিনা হাঁস, কালো হাঁস, লাল শির, নীল শির, মানিক জোড়া, জলপিপি, ডুবুরি পাখি,  হরিয়াল পাখি, রাম ঘুঘু, কাদাচোখা ও বিভিন্ন প্রজাতির গাংচিল এদের মধ্যে অন্যতম।

প্রতি বছর শীতকালে বিভিন্ন দেশ থেকে আসা এসব পরিযায়ী পাখিরা আলতাদিঘী শালবনকে এক অপরূপ সাজে সাজিয়ে তোলে। সাধারণত মাঘ মাসের শুরুতে দেখা মেলে এদের বিচরণ। এমন মনমুগ্ধকর পরিবেশে আলতাদীঘিতে একবার ঘুরে আসলে পাখিদের কলকাকলিতে মুগ্ধ হবেন সকলেই।

অরিন্দম/টিপু 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়