ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১ হাজার টাকার জন্য খুন হয় শিশু মাহিম 

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫১, ১৪ ডিসেম্বর ২০২১  
১ হাজার টাকার জন্য খুন হয় শিশু মাহিম 

মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের সম্পাশি গ্রামের ৮ বছরের শিশু আব্দুল হাসিম মাহিম খুনের ঘটনায় রহস্য উন্মোচন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

গত শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ৮ বছরের শিশু আব্দুল হাসিম মাহিম বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার বস্তাবন্দি মরদেহ মনু নদীতে পাওয়া যায়।

পরে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমানের নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা ও বিট অফিসার এসআই আবু নাইয়ুম মিয়া সহ সদর থানার একটি দল রহস্য উদঘাটনে মাঠে নামে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে সম্পাশি গ্রামের সাব্বির বক্স (১৯) সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সাব্বির বক্স জানায় মাত্র এক হাজার টাকা পাওয়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে সে নিজেই ৮ বছরের শিশু মাহিমকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে।

শিশু মাহিম হত্যার ঘটনায় সোমবার (১৩ ডিসেম্বর) সাব্বির বক্সকে প্রধান আসামী করে নিহত শিশুর পিতা মো: বদরুল ইসলাম বাদি হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাইফুল্লাহ হাসান/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়