ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ফরম পূরণ ২৬ ডিসেম্বর 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২২ ডিসেম্বর ২০২১  
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ফরম পূরণ ২৬ ডিসেম্বর 

জাতীয় বিশ্ববিদ্যালয়র অধীনে ২০১৯ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হবে ২৬ ডিসেম্বর (রোববার) থেকে। 

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর থেকে মাস্টার্স পরীক্ষর আবেদনের ফরম পূরণ শুরু হবে। আবেদন ফরম পূরণের শেষ হবে আগামী বছরের ২৫ জানুয়ারি। ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অন-লাইনে সম্পূর্ণ হবে। 

পরীক্ষার আবেদন ফরম, বিবরণী, ফরম পূরণ ও জমাদানের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nubd.info/bd) থেকে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২০ সালর ডিগ্রি পাস ও সার্টিফিকট কোর্স ১ম বর্ষের ৩০ ডিসেম্বর পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৯ জানুয়ারি দুপুর ১ টা ৩০ মিনিটে।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়