ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২৫ ডিসেম্বর ২০২১  
চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি অভিযোগ

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে কয়েকটি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এদিকে, নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিকাণ্ডে পাল্টা অভিযোগ করেছেন প্রার্থীরা।  

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে এসব ঘটনা ঘটে।  

নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রোববার (২৬ ডিসেম্বর) সকালে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।

নির্বাচনী এলাকার উত্তর হামছাদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের নজরুল ইসলামের সমর্থক জহির, হাজির পাড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী শামছুল আলম বাবুল ও চরশাহীতে স্বতন্ত্র প্রার্থী গোলজার মোহাম্মদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নৌকার প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন উত্তর হামছাদী ইউপি’র নৌকার প্রার্থী এমরান হোসেন নান্নুসহ নৌকার অন্য প্রার্থীরা।  

শুক্রবার রাতে ভবানীগঞ্জ ইউপিসহ কয়েকটি ইউপিতে নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে থানায় একাধিক অভিযোগ করার খবর পাওয়া গেছে।  

এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।

১৫টি ইউপিতে আগামীকাল (২৬ ডিসেম্বর) ভোট  গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩টি ইউপিতে ইভিএম আর অন্যান্য ইউপিতে ব্যালটে ভোট গ্রহণ হবে। এসব ইউনিয়নে ৭৯ জন চেয়ারম্যান, ১৫৯ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৬৪২জন সদস্য প্রতিদ্বন্দীতা করছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে মাঠে ৫ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জাহাঙ্গীর লিটন/সুমি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ