ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৩ দিন পর উদ্ধার লাশটি অভিযান-১০ লঞ্চের বাবুর্চির

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৭:২৬, ২৮ ডিসেম্বর ২০২১
৩ দিন পর উদ্ধার লাশটি অভিযান-১০ লঞ্চের বাবুর্চির

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ৩ দিন পর উদ্ধার লাশটির পরিচয় জানা গেছে। তার নাম মো. শাকিল মোল্লা (৩৩)। তিনি গত বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগা অভিযান-১০ লঞ্চের বাবুর্চি ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর গ্রামে।

নিহত শাকিলের বোন শাহিদা আক্তার নিশা বলেন, আমার ভাই অবিবাহিত। সে সুন্দরবন-১০ লঞ্চে রান্নার কাজ করতো। অভিযান-১০ লঞ্চে গত এক মাস ধরে কাজ করছে, এটা আমরা জানতাম না।

তিনি আরও বলেন, আগুনের খবর শুনে ভাইয়ের বন্ধুদের কাছ থেকে জেনেছি, সে এই লঞ্চে ছিল। ফেসবুকে লাশ উদ্ধারের খবর জেনে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হই, সে আমার ভাই।

ঝালকাঠি থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক আব্দুল মালেক জানান, সোমবার রাত দুইটার দিকে নিখোঁজ শাকিল মোল্লার মামা মো. লুৎফর রহমান নারায়ণগঞ্জ থেকে এসে লাশ শনাক্ত করেন। সকাল ১০ টার দিকে তারা মৃতদেহ নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন: লঞ্চে আগুন: এক লাশের দাবিদার দুই পরিবার

অলোক/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়