ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঝালকাঠির বিষখালী থেকে উদ্ধার হওয়া মরদেহ মাহিরের

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৬, ২৯ ডিসেম্বর ২০২১  
ঝালকাঠির বিষখালী থেকে উদ্ধার হওয়া মরদেহ মাহিরের

ঢাকার সদরঘাট থেকে অভিযান-১০ লঞ্চে করে নানীর সাথে বরগুনা জেলার বেতাগীতে খালাবাড়ি বেড়াতে যাচ্ছিল ১১ বছর বয়সী কিশোর মাহির হোসেন। সেদিন ঝালকাঠির সুগন্ধা নদীতে রাত ৩টার কিছু আগে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রাণ বাঁচাতে নানী জড়িনা বেগম নাতীকে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। কিছুদূর সাঁতার কাটার পর নাতীকে হারিয়ে ফেলেন জড়িনা বেগম। সে সাঁতরে কুলে উঠতে পারলেও ঘটনার পর থেকে নিখোঁজ থাকে মাহির।

ছেলেটির বাড়ি চাঁদপুর জেলা শহরে হলেও সে ঢাকার মিরপুর ১৪ নম্বর এলাকার একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। সাথে ঘটনার বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন নিহত কিশোরের বাবা মো. মাসুদ রানা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে বিষখালী নদীর তীর থেকে চরে আটকেপড়ার খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের এই কিশোরের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

মিডিয়ার মাধ্যমে খবর দেখে রাত সাড়ে ৯টায় ঝালকাঠিতে এসে সন্তানের মরদেহ শনাক্ত করেন বাবা মাসুদ রানা।

ঝালকাঠি সদর থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি অপারেশন) আব্দুল মালেক বলেন, ‘শনাক্ত হওয়ার পর রাতেই মাহিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

অলোক/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়