ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভোমরা বন্দরে মাদক এলএসডি উদ্ধার, আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ২৯ ডিসেম্বর ২০২১  
ভোমরা বন্দরে মাদক এলএসডি উদ্ধার, আটক ২

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় ভারতীয় গোখাদ্য বোঝাই (ভুষি) পণ্যবাহী ট্রাকে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের নতুন মাদক এলএসডি (লিস্যারজিক ডাইথ্যলামাইড) উদ্ধার করেছে বিজিবি। এ সময় ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস নোটে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ভোমরা স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডে প্রবেশের পূর্বে ভারতীয় পণ্যবাহী ওই ট্রাকে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের কাশিপুর গ্রামের মৃত হাফিজ উদ্দীনের ছেলে ট্রাকচালক আবুল হাসান (৪৪) ও বসিরহাট মহকুমার পানিতর গ্রামের আকবর আলী মিস্ত্রীর ছেলে ট্রাক হেলাপার আলাউদ্দীন মিস্ত্রী (৩৪)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে বিজিবির টহলদল সীমান্ত পিলার-৩ হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের ভেতরে স্থলবন্দর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তারা তল্লাশি কুকুরের সহায়তায় ভারতীয় গোখাদ্য (ভুষি) বোঝাই পণ্যবাহী ট্রাকে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে।

বুধবার সকালে ভোমরা বিওপির নায়েক সুবেদার আবু তাহের বাদী হয়ে আটককৃত ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, মাদকদ্রব্য ও পণ্যবাহী ট্রাক সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়