ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ চলছে

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৩০ ডিসেম্বর ২০২১   আপডেট: ১০:৩৭, ৩০ ডিসেম্বর ২০২১
স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ চলছে

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে স্থগিত হওয়া একটি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮ থেকে ইউনিয়নের ৬ নম্বর বামনগাও মিশনারিজ স্কুলের ওই কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়।  

এর আগে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ব্যালট ছিনতাইয়ের কারণে কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।   

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, বামনগাও মিশনারিজ স্কুল কেন্দ্রের ৬টি কক্ষে ২ হাজার ৫৯২ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করছেন। খারনৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন এবিএম সিদ্দিকুর রহমান (নৌকা), ওবায়দুল হক (ঘোড়া) এবং সিরাজুল হক চানমিয়া (স্বতন্ত্র)।

কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে উপজেলার ৮টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে খারনৈ ইউনিয়নের একটি কেন্দ্র ব্যালট পেপার ছিনতাই ও প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পরপরই ভোটগ্রহণ স্থগিত করেন নির্বাচন কমিশন।

দেবল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়