ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আ.লীগ নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৩০ ডিসেম্বর ২০২১  
আ.লীগ নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ নেতা শামীম হোসেন হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় মালেকা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম একথা নিশ্চিত করেছন।

আরো পড়ুন: নির্বাচন পরবর্তী সহিংসতায় আ. লীগ কর্মী নিহত

ওসি আমিনুল ইসলাম বলেন, নিহত শামীম হোসেনের বাবা নুর আলী বাদী হয়ে বুধবার (২৯ ডিসেম্বর) রাতে মামলা করেন। মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলাম নিলুসহ তার পরিবারের ১৬ জনের নাম উল্লেখ করে ও নাম না জানা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। পরে বৃহস্পতিবার রাতে তারিকুল আলম নিলুর স্ত্রী মালেকা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কর্মী-সমর্থকদের নিয়ে নাজিরপুর হাটে চায়ের দোকানে বসে আলোচনা করছিলেন শামীম হোসেন। এ সময় বিদ্রোহী প্রার্থী তারিকুল আলম নিলু, তার ছেলে ইমরান হোসেনসহ তাদের ওপর হামলা চালায়। সে সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শামীম হোসেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 

শাহীন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়