ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলো বাস, আহত ৮

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ৩০ ডিসেম্বর ২০২১  
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলো বাস, আহত ৮

লালমনিরহাটের হাতীবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানের ভেতরে ঢুকে গেছে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে হাতিবান্ধা উপজেলার দিঘীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পাটগ্রাম থেকে লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলে একটি মুদি ও পার্সের দোকান ভেঙে পড়ে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দোকানে থাকা ব্যবসায়ী ও ৪ জন গ্রাহকসহ ৮ জন আহত হয়।

এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক ও সহকারী চালক পালিয়ে গেছে।

ফারুক/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়