ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নেত্রকোনায় অবৈধভাবে আসা পণ্য জব্দ 

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ১ জানুয়ারি ২০২২  
নেত্রকোনায় অবৈধভাবে আসা পণ্য জব্দ 

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে আসা ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৩১ বিজিবি)।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বাউশাম এলাকা থেকে এসব পণ্য জব্দ করে বিজিবি।

আটককরা পণ্যের মধ্যে রয়েছে ৩৬০০ পিস ভারতীয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুট, ৮১০০ পিস ভারতীয় স্কিন শাইনিং ক্রিম, ভারতীয় কিটকাট চকলেট ৩১৫০ পিস এবং ৫২০ পিস ভারতীয় ডার্ক চকলেট জব্দ করা হয়। এসবের মোট মূল্য ৩১ লাখ ৮৯ হাজার ৫শত টাকা। 

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া শনিবার (১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ কলমাকান্দা উপজেলার ৬ নম্বর খারনৈ ইউনিয়নে বিওপির হাবিলদার শামসুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এসময় সীমান্ত পিলার ১১৭৮ থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাউশাম নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল এগিয়ে গেলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। 

পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে চোরাচালানী মালামাল জব্দ করে।  তবে অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করা যায় নি। জব্দ করা মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে।

দেবল চন্দ্র দাস/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়