ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কারমাইকেলের লিচু তলায় জমজমাট পিঠা উৎসব

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ৩ জানুয়ারি ২০২২   আপডেট: ১১:০৫, ৩ জানুয়ারি ২০২২
কারমাইকেলের লিচু তলায় জমজমাট পিঠা উৎসব

রংপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসের লিচু তলায় পৌষের কুয়াশামাখা শীত বিকেলে জমে উঠেছিলো পিঠা উৎসব। 

কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা-সংস্কৃতি সংসদের (কাকাশিস) সদস্যদের হাতে বানানো বাহারি পিঠা পরিবেশনে প্রাণবন্ত হয়ে উঠে ৩৯৫ তম সাপ্তাহিক আসর। 

রোববার (২ জানুয়ারি) বিকেলে কলেজ ক্যাম্পাসের লিচু তলার সংস্কৃতি মঞ্চে সাজানো হয় পিঠাময় এই সাপ্তাহিক আসর।

সীমিত পরিসরে আয়োজন হলেও দেশীয় সংস্কৃতির বিকাশ আর পিঠা পুলির পরিবেশনায় সবার মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য।

আসরে বক্তব্য রাখেন কাকাশিস এর প্রধান তত্ত্বাবধায়ক শিক্ষক ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি ফরহাদুজ্জামান ফারুক, রামেন্দ্র বর্মা, খাইরুল ইসলাম খোকন, ছাত্র উপদেষ্টা নন্দ কিশোর রায়, বর্তমান সভাপতি রিপন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক স্বপ্নীল মজুমদার তৃষ্ণা। 

পুরো আসর সঞ্চালনা করেন সংগঠনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিথিলা মুকাররামা।

সুস্থ সংস্কৃতি চর্চা ও সঠিক ইতিহাস জানার মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০০৯ সালের ১৯ নভেম্বর যাত্রা করে কাকাশিস। প্রতি রোববার সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সদস্যদের নিয়ে সাপ্তাহিক আসর হয়ে থাকে।

আমিরুল ইসলাম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়