ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভোলায় আ. লীগ প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ৩ জানুয়ারি ২০২২  
ভোলায় আ. লীগ প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রার্থী মোহাম্মদ সরোয়ার্দীর নির্বাচনি অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ভাঙচুর, নির্বাচনি অফিসে থাকা মালামালে আগুন ধরিয়ে দেয়।

রোববার (২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ প্রার্থী সরোয়ার্দী বলেন, ‘ স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটনের কর্মী সমর্থকরা আমার নির্বাচনি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দিয়েছে। তারা নির্বাচনি পরিবেশকে অশান্ত করতেই এ ঘটনা ঘটিয়েছে।’

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন ছোটন বলেন, ‘প্রতিপক্ষ প্রার্থী নিজে নিজের অফিস ভাঙচুর করে আমার কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ষড়যন্ত্র করছেন।’

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ সর্দার বলেন, ‘তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আবদুল মালেক/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়