ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফের জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ৪ জানুয়ারি ২০২২  
ফের জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল শুরু

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সহজতর যোগাযোগের মাধ্যম রাজবাড়ী (জৌকুড়া)-পাবনা (নাজিরগঞ্জ) নৌরুটের ফেরি চলাচল দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। এর ফলে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ীর সঙ্গে পাবনা, সিরাজগঞ্জ ও রাজশাহী জেলার যাত্রী এবং পণ্যপরিবহন সহজ হবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান এতথ্য নিশ্চিত করেন।

শাহরিয়ার শরীফ বলেন, ‘নাব্যতা সঙ্কটের কারণে দুই মাস বন্ধ ছিল জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরি ঘাটটি। বর্তমানে জৌকুড়া প্রান্তে বিকল্প এপ্রোচ সড়ক নিমার্ণ করা হয়েছে। যার কারণে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। এই নৌরুট দিয়ে বর্তমান দুটি ফেরি নিয়মিত চলাচল করবে।‘

তিনি আরও বলেন, ‘পদ্মার পানি যদি না কমে তাহলে ফেরি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। তবে বিআইডব্লিউটিএ এই নৌরুটটি ড্রেজিং করলে ১২ মাসই ফেরি চালানো সম্ভব।’

স্থানীয়রা জানায়, এই নৌরুটটি ড্রেজিং করে চালু রাখতে পারলে দুই অঞ্চলের মানুষের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক যেমন গড়ে উঠবে, ঠিক একইভাবে সরকার লাভবান হতে পারবে।

পদ্মা নদীর নাব্যতা সংকটের কারণে গত বছরের ১ নভেম্বর থেকে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

সুকান্ত/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়