ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপি’র মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৫ জানুয়ারি ২০২২  
বিএনপি’র মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত ২০

খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দলটির কেন্দ্র ঘোষিত ‘কালো দিবস’ পালন কর্মসূচীতে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে খুলনায় দলীয় কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে মানববন্ধন শুরু করে বিএনপি নেতা কর্মীরা। মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম বক্তৃতা করার সময় পুলিশ মানববন্ধনে বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বিএনপি নেতা কর্মীরা কিছুটা দূরে সরে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা ইট ছোড়ে। এতে বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন। 

আহতরা হলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও জেলা সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পি, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, আব্দুল মান্নান মিস্ত্রি, হেমায়েত হোসেন, সেতারা সুলতানা, নিঘাত সীমা, শমসুন নাহার লিপি, মোল্লা আইয়ুব হোসেন, লাভলী আক্তার, সালমা বেগম, মনিরা বেগম, রেশমী, শাহানারা সরাওয়ার ও আলাউদ্দিন প্রমুখ।

হামলার ঘটনায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের  বলেন, শান্তিপূর্ণভাবে মানববন্ধন শুরু করেছিলাম। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের নেতৃত্বে পুলিশ কোন কিছু না বলে হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। হামলায় ফখরুল আলমসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন। বিএন‌পির একজন কর্মীকে পুলিশ আটক করেছে বলেও তিনি জানিয়েছেন। 

ওসি হাসান আল মামুন বলেন, অনুমতি ছাড়া মানববন্ধন করায় বিএনপি নেতা কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।

নূরুজ্জামান/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়