ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেন্দ্র থেকে বাড়ি ফিরেই ভোটারের মৃত্যু 

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৫ জানুয়ারি ২০২২  
কেন্দ্র থেকে বাড়ি ফিরেই ভোটারের মৃত্যু 

বগুড়ার আদমদীঘিতে ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পর হৃদরোগে আক্রান্ত হয়ে আনছার আলী প্রমানিক (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। 

বুধবার (৫ জানুয়ারি) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আনছার সান্তাহার ইউনিয়নের উথরাইল আকন্দপাড়ার মৃত সজয় প্রামানিকের ছেলে।

মারা যাওয়া আনছারের প্রতিবেশি হাফিজার রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়নের উথরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন আনছার আলী। সেখান থেকে বাড়ি ফিরেই টিউবওয়েল থেকে পানি তুলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আনসার আলীকে মৃত ঘোষণা করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম জানান, আনসার আলী কোনো প্রার্থীর কর্মী বা সমর্থক ছিলেন না। তিনি একজন কৃষক ছিলেন।

পঞ্চম ধাপে বুধবার আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

তরিকুল/ মাসুদ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়