ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জনতার রোষানলে নৌকার প্রার্থী, গ্রিল কেটে পালিয়ে রক্ষা

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ৫ জানুয়ারি ২০২২   আপডেট: ২০:২১, ৫ জানুয়ারি ২০২২
জনতার রোষানলে নৌকার প্রার্থী, গ্রিল কেটে পালিয়ে রক্ষা

নৌকার প্রার্থী সাইদুর রহমান সুজন

ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে একটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে নৌকার প্রার্থী সাইদুর রহমান সুজনকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। ওই কেন্দ্রে বিক্ষুব্ধ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা।

বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩নং ও ৪নং কক্ষে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে ঢুকে নিজের প্রতীকে ব্যালটে সিল মারছিলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান। এতে বাইরে অপেক্ষমাণ ভোটার ও দর্শনার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভের মুখে ওই কক্ষের দুটি গ্রিল কেটে পালান সাইদুর রহমান। 

এ ঘটনার পরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান বলেন, ‘ভবানীপুরে কেন্দ্র পরিদর্শনে যাই। এ সময় আমাকে আটকিয়ে রাখে। তখন প্রিসাইডিং অফিসারের কক্ষে অবস্থান নিয়েছিলাম। এরপর তারা দরজা ভেঙে ফেলে। আমার এক ছোট ভাই জানলার দুটি রড ভেঙে আমাকে উদ্ধার করে।’ তবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার জিল্লুর রহমান রাশেদ জানান, দুপুরে কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী প্রবেশের পর একটু ঝামেলা হয়েছে। কিছু সময় ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে ভোটগ্রহণ শুরু ও একটি ব্যালট বইয়ের কয়েকটি পাতা বাদ দেওয়া হয়েছে।

সাব্বির/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়