ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইভটিজিং করায় যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ৬ জানুয়ারি ২০২২  
ইভটিজিং করায় যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিং করার অভিযোগে রিয়াদ আহমেদ সোহান (২৪) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকা থেকে আটকের পর রিয়াদকে এ সাজা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস।

সাজাপ্রাপ্ত রিয়াদ জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

রাজকুমার বিশ্বাস জানান, বুধবার জেলা শহর থেকে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ পড়ুয়া তিন ছাত্রী শপিং শেষে কলেজে ফিরছিলেন। রিয়াদ ওই ছাত্রীদের পিছু করতে শুরু করেন। ওই ছাত্রীরা সিএনজি অটোরিকশায় উঠলে রিয়াদও সেই সিএনজি অটোরিকশায় উঠে অশালীন কথাবার্তা বলতে শুরু করেন। অটোরিকশাটি মেডিক্যাল কলেজের সামনে পৌঁছালে ছাত্রীরা চিৎকার চেচামেচি করতে শুরু করেন। এ সময় কলেজের অন্য ছাত্ররা এগিয়ে এসে রিয়াদকে আটক করে পুলিশকে খবর দেয়।  পরে পুলিশের মাধ্যমে খবর পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

তিনি আরো জানান, রিয়াদকে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়