ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শ্রীপুরে প্রথম নারী ইউপি চেয়ারম্যান হাসিনা মমতাজ

রফিক সরকার, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ৭ জানুয়ারি ২০২২   আপডেট: ১০:৫৯, ৭ জানুয়ারি ২০২২
শ্রীপুরে প্রথম নারী ইউপি চেয়ারম্যান হাসিনা মমতাজ

হাসিনা মমতাজ

বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। এবার নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাবাড়ি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ প্রার্থী হাসিনা মমতাজ শ্রীপুর উপজেলায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনিসহ এবার শ্রীপুরের ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন আওয়ামী লীগ এবং দুজন স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, রাজাবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসিনা মমতাজ নৌকা প্রতীকে ১০ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (আনারস প্রতীক) স্বতন্ত্র প্রার্থী মু. মুফাজ্জল হক পেয়েছেন ৭ হাজার ১১ ভোট। 

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ বলেন, হাসিনা মমতাজ শ্রীপুর উপজেলার প্রথম নারী চেয়ারম্যান।

পঞ্চম পর্যায়ে শ্রীপুরে অন্য ৭টি ইউনিয়নের মধ্যে প্রহলাদপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নূরুল হক আকন্দ, গাজীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল হক মাদবর, মাওনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, গোসিংগা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ছাইদুর রহমান, কাওরাইদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আজিজুল হক, বরমী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. তোফাজ্জল হোসেন ও তেলিহাটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল বাতেন সরকার নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

/রফিক/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়