ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাটোরে সার পাচারের সময় গ্রেপ্তার ৬

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৭ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:২৪, ৭ জানুয়ারি ২০২২
নাটোরে সার পাচারের সময় গ্রেপ্তার ৬

সার পাচারের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়

নাটোরে ১২০০ বস্তা সরকারি ডিএপি সার পাচারের সময় ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে র‌্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে শেরপুর থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।

র‌্যাব জানায়, নাটোর থেকে কয়েকটি ট্রাকে করে সরকারি সার বগুড়ার দিকে নেওয়া হচ্ছিলো। খবর পেয়ে বগুড়া জেলার শেরপুর উপজেলার বামিহালি গ্রামে রাস্তার ওপর চেকপোস্ট বসানো হয়। এ সময় তিনটি ট্রাকভর্তি সরকারি ১২০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এছাড়া, তিন ট্রাকের চালক ও তাদের সহকারী ছয় জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছয় জন হলেন— ট্রাকচালক বগুড়ার কাহালু উপজেলার গুরবিশা গ্রামের মো. সবুর হোসেন (২৮), মো. রুহুল আমিন (৩০), বগুড়া সদরের মালতিনগরের মো. তানবির হোসেন (২৩), তাদের সহকারী মো. ইমরান হোসেন (২৩), মো. রাকিব হোসেন ও মো. বিশু। 

গ্রেপ্তার ব‌্যক্তিরা দীর্ঘদিন ধরে সার পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে।

আরিফুল ইসলাম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়