ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪১, ৮ জানুয়ারি ২০২২   আপডেট: ০৮:১৩, ৮ জানুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি 

ব্রাহ্মণবাড়িয়ায় শহরের একই জায়গায় বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (৮ জানুয়ারি) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এর আগে পৌর এলাকার ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গনে দুই পক্ষ সমাবেশ আহ্বান করে।

এদিকে শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির শীর্ষ চার নেতাকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপি নেতাদের আটকের বিষয়টি স্বীকার করেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশ পাঠানোর দাবিতে গত ৫ জানুয়ারি ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে সমাবেশ আহবান করে জেলা বিএনপি। শনিবার দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সমাবেশে সাবেক মন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আবদুস সাত্তার ভূঞা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিলো।

এদিকে একই স্থানে একই সময়ে ছাত্র সমাবেশ আহবান করে জেলা ছাত্রলীগ। এমন পরিস্থিতিতে শহরবাসীর মধ্যে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়। পরে সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেই সমাবেশ আহবান করেছি। আমাদের কর্মসূচী বানচাল করতেই ছাত্রলীগ সেখানে তাদের সমাবেশ আহবান করে।’ 
তিনি অভিযোগ করে বলেন, ‘শুক্রবার দুপুরে পুলিশ জেলা বিএনপির আহবায়কসহ শীর্ষ চার নেতাকে ধরে নিয়ে গেছে। তবে তাদেরকে কোথায় নিয়ে রাখা হয়েছে সেটা আমরা জানতে পারিনি।’

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করার জন্য বিএনপির আগেই প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছি। আমাদের সমাবেশ বানচাল করার জন্য বিএনপি তাদের সমাবেশস্থলে পাল্টা সমাবেশ আহবান করেছে।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ‘বিএনপি ও ছাত্রলীগ কেউই সমাবেশের জন্য প্রশাসনের কোনো অনুমতি নেয়নি। তাই জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শুক্রবার সন্ধ্যায় পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিষ্ট্রেট। ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার, সেন্টার সংলগ্ন খালি জায়গাসহ সমগ্র পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।’

তিনি আরো বলেন, ‘পুলিশের পক্ষ থেকে শহরে ১৪৪ ধারার জারির বিষয়ে মাইকিং করা হচ্ছে।’

পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বিএনপির চার নেতাকে হেফাজতে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, বিষয়টি তিনিও শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন।

মাইনুদ্দীন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়