ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শহরে ১৪৪ ধারা জারি: পরীক্ষার্থীদের পাশে ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৮ জানুয়ারি ২০২২   আপডেট: ২১:২৬, ৮ জানুয়ারি ২০২২
শহরে ১৪৪ ধারা জারি: পরীক্ষার্থীদের পাশে ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার ১৪৪ ধারা জারি থাকায় অনার্স চতুর্থ বর্ষ ও ডিগ্রী দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সমগ্র পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় সকালে বিভিন্ন স্থানে থেকে আসা প্রায় শতাধিক পরীক্ষার্থীকে রিকশা ও মোটরসাইকেলে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ স সময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। সকাল ৬টা থেকে রাত ১২ পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় আমরা পরীক্ষার্থীদের রিকসা ও মোটরসাইকেলে করে তাদের কেন্দ্রে পৌঁছে দেই।

উল্লেখ্য, শনিবার দুপুরে পৌর এলাকার ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সমাবেশ এবং ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই সময়ে একই স্থানে ছাত্রলীগের সমাবেশের ঘোষণা দেয়ায় শুক্রবার রাতে সমগ্র পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। 

মাইনুদ্দীন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়