ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বগুড়ায় অরেঞ্জ হত্যার অন্যতম আসামি খাইরুল আটক

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১১ জানুয়ারি ২০২২  
বগুড়ায় অরেঞ্জ হত্যার অন্যতম আসামি খাইরুল আটক

বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ হত্যার অন্যতম আসামি খাইরুল ইসলামকে আটক করেছে র‌্যাব-১২। 

সোমবার (১০ জানুয়ারি) রাত ৩টায় সদরের ফাঁপোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। 

খায়রুল শরের মালগ্রাম ডাবতলার মোড় এলাকার মৃত রহমান ফকিরের ছেলে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাতে বগুড়া শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় প্রতিপক্ষের গুলিতে অরেঞ্জ ও তার সহযোগী আপেল আহত হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ জানুয়ারি) রাত ১১টায় অরেঞ্জের মৃত্যু হয়।  অরেঞ্জ শহরের মালগ্রাম ডাবতলা এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর থেকেই তাদের গোয়েন্দা দল ও কয়েকটি আভিযানিক দল অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে আসছিলো। পরে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে তারা ফাঁপোড় এলাকা থেকে খায়রুলকে আটক করে।

র‌্যাব আরো জানায়, খায়রুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগ নেতা অরেঞ্জ এবং আপেলকে গুলিয়ে চালিয়ে হত্যা চেষ্টার আসামি। খায়রুলকে আটকের পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, অরেঞ্জ গুলিতে আহত হওয়ার পর দিন তার স্ত্রী স্বর্ণালি আক্তার ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে বগুড়া মামলা করেছেন।

এনাম আহমেদ/টিপু 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়