ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাটোরে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্যে ক্ষোভ 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ১১ জানুয়ারি ২০২২  
নাটোরে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্যে ক্ষোভ 

মুসফিকুর রহমান মুকু

দেশের স্বাধীনতা অর্জন পরবর্তী কিছু মুক্তিযোদ্ধা অস্ত্র জমা না দেয়ায় প্রতিনিয়ত চুরি, ডাকাতি হতো— নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মুকুর এমন মন্তব্যে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তাকে দল থেকে বহিষ্কারেরও দাবি জানানো হয়েছে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। সেখানে অন্যান্যের সঙ্গে বক্তব্য দেন মুসফিকুর রহমান মুকু। এক পর্যায়ে তিনি বলেন, ‘স্বাধীনতার পর কিছু লোকজন, কিছু মুক্তিযোদ্ধা অস্ত্র জমা দেয়নি। এ কারণে প্রতিদিন, প্রতিরাতে চুরি-ডাকাতি হতো।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর সমালোচনার ঝড় ওঠে।

ফেসবুকে হামিদুর রহমান লেখেন, ‘আমি বা আমরা তার ধৃষ্টতার জন্য দলীয় পদে থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।’ তৌহিদুর রহমান লিটন লেখেন, ‘মুক্তিযোদ্ধাদের সম্পর্কে এ কেমন তথ্য দিলেন মুকু ভাই?’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর রাজাকার, আলবদর সম্পর্কে বলতে গিয়ে মুকু বলেন ওই রাজাকার-আলবদররা মুক্তিযোদ্ধা সেজে চুরি-ডাকাতি করতো। তার বক্তব্যের ভিডিও কেটে ফেসবুকে ছাড়া হয়েছে।’ 

এ বিষয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বলেন, মুকুর ওই বক্তব্যে উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ। উপজেলার প্রতি ইউনিয়ন কমিটির কমান্ডারদের নিয়ে বৈঠক হয়েছে। মুকুর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে মুকু বলেন, ‘রাজাকার বলতে গিয়ে মুখ ফসকে মুক্তিযোদ্ধা বলে ফেলেছি। এরজন্য্য আমি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়েছি।’
 

আরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়