ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৪ লেনের সড়ক দখল করে বাজার, গাড়ি চলে গলিপথে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১২ জানুয়ারি ২০২২   আপডেট: ১৪:৪৮, ১২ জানুয়ারি ২০২২
৪ লেনের সড়ক দখল করে বাজার, গাড়ি চলে গলিপথে

একটি চার লেনের ব্যস্ত সড়ক। স্বাভাবিক অবস্থায় এই সড়কে কমপক্ষে চারটি বাস-ট্রাক পাশাপাশি চলতে পারে। কিন্তু পুরো সড়কই দখল করে বসানো হয়েছে বাজার। গাড়ি চলতে হয় সরু গলিপথে। রিকশা, ভ্যান, তিন চাকার যান বা ছোট মিনি ট্রাক ছাড়া আর কোনো গাড়ি চলতে পারে না। এই চিত্র দেখা যায়, চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকায়। 

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘এমন অরাজক অবস্থা কেউ দেখেছে কিনা জানা নেই। একটি পুরো চার লেনের সড়ক দখল করে দিনের পর দিন বাজার বসলেও কর্তৃপক্ষের টনক নড়ে না। সড়কে যানবাহন চলাচল করতে পারে না। সাধারণ মানুষের চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হয়।’ 

একই এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সৈয়দ আমিনুল ইসলাম বলেন, ‘আমি প্রতিদিন বাইক নিয়ে অফিসে যাতায়াত করি। কিন্তু যে সড়কে বড় বড় ট্রাক চলতে পারার কথা, সেই সড়কে বাইক চালিয়েও চলাচল করা দায় হয়ে পড়েছে। সড়কে চার চাকার কোনো যানবাহনই চলাচল করতে পারে না। পুরো সড়কে ৪ সারিতে দোকান-পাট সাজিয়ে ব্যবসা করছে হকাররা।’ 

কেএম নওশিন নামের এক ভুক্তভোগী জানান, বায়েজিদ লিংক রোডের প্রবেশ মুখে বিএসআরএম কারখানার সামনে পুরো চার লেনের সড়কটি হকারদের দখলে চলে গেছে। এখানে যে এত বড় রাস্তা আছে, সেটাও এখন কেউ বিশ্বাস করবে না। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বিষয়টি এতদিন আমার জানা ছিল না। কেউ যদি সড়ক দখল করে বাজার বসিয়ে থাকে, তা উচ্ছেদ করা হবে। জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ 

রেজাউল/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়