ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টিকা নিতে আসা শিক্ষার্থীদের কান ধরে উঠবস

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১২ জানুয়ারি ২০২২   আপডেট: ১৭:১৪, ১২ জানুয়ারি ২০২২

ঢাকার ধামরাইয়ে টিকা নিতে আসা উচ্চ মাধ্যমিকে পড়ুয়া পাঁচ শিক্ষার্থীকে কান ধরে উঠবস করানো হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ ভবনের তিন তলার ছাদের ওপর জনসম্মুখে তাদের কান ধরে উঠবস করানো হয়।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, উপজেলা পরিষদের নিরাপত্তা প্রহরী মো. হানিফ শেখ ও একজন আনসার সদস্যের সামনে কয়েকজন শিক্ষার্থী কান ধরে উঠবস করছে। তারা ধামরাইয়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী অন্য শিক্ষার্থীরা জানায়, সকাল ৯টার দিকে ধামরাই উপজেলা পরিষদের তৃতীয় তলায় ওই টিকাদান কর্মসূচি শুরু হয়। অতিরিক্ত শিক্ষার্থীর কারণে তাদের দুটি লাইনে দাঁড় করানো হয়। লাইনটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ ছাড়িয়ে পুকুরপাড় পর্যন্ত চলে যায়। 

অতিরিক্ত ভিড়ের কারণে কয়েকজন শিক্ষার্থী উপজেলা পরিষদের পেছনের সীমানা দেয়াল টপকে তৃতীয় তলায় উঠতে চায়। এসময় নিরাপত্তায় থানা আনসার সদস্যরা তাদের মধ্যে পাঁচ জনকে আটক করে। ঐ ভবনের ছাদে নিয়ে তাদেরকে জনসম্মুখে কান ধরিয়ে উঠবস করানো হয়। ঘটনাটি বাইরে লাইনে দাঁড়ানো প্রায় সবারই দৃষ্টিগোচর হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শরীফ হোসেন বলে, ‘আমরা বাইরে লাইনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি কয়েকজন শিক্ষার্থীকে ছাদের ওপর নিয়ে কান ধরিয়ে উঠবস করানো হচ্ছে। সেখানে আনসার ও একজন অফিসার ছিলেন। কেউ কেউ ৩০-৪০ বার আবার কেউ ১০-১৫ বার করে কান ধরে উঠবস করে।’

ধামরাই উপজেলা পরিষদের নিরাপত্তা প্রহরী মো. হানিফ শেখ বলেন, ‘‘গতকাল চার হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। আজকে সাড়ে তিন হাজার দেওয়ার কথা। সকাল থেকে টিকা দেওয়া শুরু হয়। নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস‌্যরা রয়েছেন। আজকে লাইন করছে বাইরে। লাইনও অনেক বড় হয়েছে। 

‘কিছু কিছু পোলাপান লাইন ভেঙে দেয়াল টপকে উপরে ওঠার চেষ্টা করছিল। তাদেরকে আনসার দিয়া দাবড়ানি দিয়ে কন্ট্রোল করে রাখা হইছে। ইউএনও স‌্যার ওই শিক্ষার্থীদের ৫০ বার করে কান ধরে উঠবস করানোর নির্দেশ দেন।’’

কান ধরানোর বিষয়ে হানিফ শেখ বলেন, ‘আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম। আনসার সদস‌্যরা ছাত্রদের ছাদের উপরে কান ধরে উঠবস করাইছে। ওরা একটু অনিয়ম করছিলো। ইউএনও স্যার ৫০ বারের কথা বলে আনসারকে রেখে চলে গেছেন। ওরা ওয়াল টপকাইছিলো।’

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘আসলে এমন কিছু হয়েছে কি না আমি জানি না। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী সেই ছেলেদের দেখতে পায়। তারা মই দিয়ে উপরে উঠেছিলো। আটকের পর মাফ চাইয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।’

সাব্বির/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়