ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অরক্ষিত সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১৩ জানুয়ারি ২০২২  
অরক্ষিত সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে অরক্ষিতভাবে রাখা সেপটিক ট্যাঙ্কে পড়ে আবদুল্লাহ ফরহাদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে কোনাবাড়ি এলাকার দেওয়ালিয়া বাড়ির পুকুর পাড়ের সেপটিক ট্যাঙ্কিতে পড়ে ওই শিশুটি প্রাণ হারায়। পরে দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আবদুল্লাহ ফরহাদ টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার সয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। শিশুটির মা-বাবা এখানে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পানি ও ময়লা ভর্তি সেপটিক ট্যাঙ্কিটির মুখ খোলা থাকায় সকালে খেলা করতে গিয়ে ফরহাদ সেখানে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাহেরুন্নেসা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

রেজাউল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়