ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এসএসসিতে যমজ দুই বোন পেয়েছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১৩ জানুয়ারি ২০২২   আপডেট: ১৭:৪২, ১৩ জানুয়ারি ২০২২
এসএসসিতে যমজ দুই বোন পেয়েছে জিপিএ-৫

সাদিয়া মোস্তফা রাত্রি ও সানিয়া মোস্তফা দিবা। যমজ দুই বোন প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণিতে পালাক্রমে প্রথম-দ্বিতীয় হয়েছে। এবারের এসএসসি ফলাফলে টাঙ্গাইলের দেলদুয়ার এম এ করিম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দুই বোনই পেয়েছে জিপিএ -৫। এখন তাদের ইচ্ছা উচ্চ শিক্ষা সম্পন্ন করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা।

সাদিয়া ও দিবার বাবা মোস্তফা মনোয়ার একজন ইঞ্জিনিয়ার। কাজ করেন ওয়ালটন গ্রুপে। আর মা গৃহিনী। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারইআটিয়া গ্রামে। বাবার কাজের সূত্রে তারা এখন সাভারে থাকেন।

সাদিয়া মোস্তফা রাত্রি বলেন, ‘বাবার অনুপ্রেরণা ও সবার সহযোগিতায় আমরা স্বপ্ন পূরনের জন্য চেষ্টা করে যাচ্ছি। বাবা ওয়ালটন কোম্পানিতে কাজের সুবাদে আমরা এখন সাভারে থাকি। এজন্য সাভার ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি আবেদন করেছি। আমার ইচ্ছে মেডিক্যালে পড়ার আর দ্বিতীয় পছন্দ ফার্মাসিস্ট। 

সানিয়া মোস্তফা দিবার ইচ্ছে ফার্মাসি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার। তিনি বলেন, ‘বাবা-মায়ের স্বপ্ন আমাদের নিয়ে। এই স্বপ্ন যেকোনো মূল্যে পূরণ করবো আমরা।’ 

মোস্তফা মনোয়ার বলেন, ‘আমার যমজ মেয়ে রাত্রি ও দিবা। ওদেরকে নিয়ে অনেক বড় স্বপ্ন আমার। ওরা ছোট থেকেই খুব মেধাবী। সব ক্লাসে ওরা দুই বোন প্রথম ও দ্বিতীয় হয়েছে। স্কুলের পড়াশোনার পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানেও ছিল ওদের সরব উপস্থিতি। আমার সমস্ত কষ্ট ওদের সফলতা দেখে তৃপ্ত হয়। ওদের স্বপ্নপূরণ হলেই আমার সব চাওয়া পূর্ণ হবে।‘

এম এ করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন বলেন, ‘রাত্রি ও দিবা অনেক মেধাবী শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ওরা সব ধরনের সামাজিক ও সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। ওদের নিয়ে জেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সেখানেও তারা স্কুলের সুনাম বয়ে এনেছে। আমি চাই ওদের ভবিষ্যত আরও উজ্জ্বল হোক।’ 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়