ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১৩ জানুয়ারি ২০২২   আপডেট: ২২:৪৩, ১৩ জানুয়ারি ২০২২
হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

কক্সবাজারে আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জন খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম আবদুল খালেক (৩৮)। তিনি কক্সবাজার সদরের ঝিলংজা চান্দের পাড়ার কালু মাঝির ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ কাজল, আমির হামজা, সলিম উল্লাহ ও আবদুল গাফফার। এদের মধ্যে আমির হামজা হাজতে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৯ জুলাই রাতে কক্সবাজার বাস টার্মিনালের লারপাড়া এলাকা থেকে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির গাড়ি নেওয়ার চেষ্টা করে আসামিরা। বিষয়টি দেখে আক্তার উদ্দিন বাঁধা দেন। এতে তার সঙ্গে আসামিদের বাগবিতণ্ডা হয়। পরে রাত ৩টার দিকে আসামিরা আক্তার উদ্দিনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আব্বাস উদ্দিন বাদী হয়ে মামলা করেন। ২০০৩ সালের ৩ জুন মামলার চার্জ গঠন করের আদালত।

রায়ের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী।

তারেকুর/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়