ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ৬ হাজার বিঘা ফসলের ক্ষতি 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১৩ জানুয়ারি ২০২২   আপডেট: ২২:৫৫, ১৩ জানুয়ারি ২০২২
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ৬ হাজার বিঘা ফসলের ক্ষতি 

চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশ কিছু স্থানে শিলাবৃষ্টি হওয়ায় ৬ হাজারের বেশি বিঘা জমির ফসলের ক্ষতি হয়েছে। মাঠে পেকে যাওয়া সরিষার পাশাপাশি সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে রাইজিংবিডিকে এ তথ্য জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম।

নজরুল ইসলাম জানান, জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা, মহারাজপুর, রানীহাটি ইউনিয়ন; শিবগঞ্জ উপজেলার পাঁকা, ছত্রাজিতপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নে শিলাবৃষ্টি হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। শীতকালীন সবজি, গম, ভুট্টা, সরিষা, বোরো ধানের বীজতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বুধবার (১২ জানুয়ারি) বিকেলের পর থেকে আকাশে মেঘের আনাগোনা শুরু হলে সন্ধ্যার পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর রাত ৯টা থেকে বৃষ্টি বাড়তে থাকে, সেইসঙ্গে দমকা হাওয়া। প্রায় ১৫ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়। 

বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, বৃষ্টির সঙ্গে শিলা পড়ায় সরিষার ক্ষতি হয়েছে। এরপরও রোদ উঠায় ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া যাবে। 
 

শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়