ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাসায় লুট করতে গিয়ে হত্যা করা হয় সাঈদা গাফফারকে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১৪ জানুয়ারি ২০২২   আপডেট: ২১:০৬, ১৪ জানুয়ারি ২০২২
বাসায় লুট করতে গিয়ে হত্যা করা হয় সাঈদা গাফফারকে

বাসায় লুটপাট করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাঈদা গাফফারকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব-এ খোদা।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়ে ওসি বলেন, ঢাবির সাবেক অধ্যাপককে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আনোয়ার হোসেন নামে এক নির্মাণ শ্রমিককে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে সাঈদা গাফফারের লাশ উদ্ধার করা হয়।

মাহবুব-এ খোদা বলেন, গত মঙ্গলবার (১১ জানুয়ারি) আনোয়ার তার সঙ্গীদের নিয়ে ওই অধ্যাপকের বাসায় লুটপাট করতে যান। এসময় অধ্যাপক তাদের দেখে চিৎকার শুরু করলে আসামি শ্বাসরোধে তাকে হত্যা করেন। পরে লাশ বাড়ি থেকে কিছুটা দুরে একটি জঙ্গলের ভেতরে ফেলে দেন।

এ ঘটনায় মামলা করেছেন নিহত অধ্যাপকের ছেলে সাউদ ইফখার বিন জহির। পরবর্তীতে মামলায় গ্রেপ্তার দেখানো হয় নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেনকে।

এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সাইদা গাফফারের নিখোঁজের ঘটনায় তার মেয়ে সাদিয়া আফরিন সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উল্লেখ্য, আজ সকাল ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থেকে অধ্যাপক সাঈদা গাফফারের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত অধ্যাপকের এক ছেলে ও তিন মেয়ে। এর মধ্যে এক ছেলে ও মেয়ে ঢাকায় এবং দুই মেয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করেন।

আরও পড়ুন: ঢাবির সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়