ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আ.লীগ নেতা রুহুল আমিন মারা গেছেন 

ময়মনসিংহ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১৫ জানুয়ারি ২০২২  
আ.লীগ নেতা রুহুল আমিন মারা গেছেন 

মো. রুহুল আমিন পাঠান

আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নুরুল আলম পাঠান মিলনের বাবা মো. রুহুল আমিন পাঠান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। 

শনিবার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। রুহুল আমিন পাঠান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষুপুর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

মো. রুহুল আমিন পাঠানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। 

মো. রুহুল আমিন পাঠান ১৯৪২ সালের ২০ সেপ্টেম্বর ত্রিশাল উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনি, আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ শনিবার বাদ আছর জানাজা শেষে ত্রিশালের মোক্ষুপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে নুরুল আলম পাঠান মিলন। 

/বকুল/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়