ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘নির্বাচন সুষ্ঠু হবে, কোনো শঙ্কা নেই’

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ১৫ জানুয়ারি ২০২২   আপডেট: ০৯:১০, ১৬ জানুয়ারি ২০২২
‘নির্বাচন সুষ্ঠু হবে, কোনো শঙ্কা নেই’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জেলা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, ‘নারায়ণগঞ্জে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ হবে। নির্বাচন নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। চারটি বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে।’

শনিবার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একমাত্র ভোটার ছাড়া কোনো বহিরাগত নির্বাচনী এলাকায় প্রবেশ করতে পারবে না। যারা এ এলাকায় বসবাস করেন অথচ ভোটার না, তারা নিজ নিজ বাড়ি বা কর্মস্থলে অবস্থান করবেন। পুলিশের ৭৬টি টিম, র‍্যাবের ৬৫টি টিম, ২০ প্লাটুন বিজিবিসহ আইনশৃংখলা রক্ষাকারী চার বাহিনীর পাঁচ হাজার সদস্য মাঠে কাজ করবেন। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।’

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম সুষ্ঠু নির্বাচনের লক্ষ‌্যে পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরে বলেন, ‘নারায়ণগঞ্জে শতভাগ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।’

বিজিবি’র প্রতিনিধি ল্যাফটেনেন্ট কর্নেল আল আমিন জানান, নির্বাচনে নিরাপত্তার কাজে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি মাঠে কাজ শুরু করেছে। বিশৃংখলা-সহিংসতা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না। ভোটারদের জন‌্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে।

র‍্যাব-১১ অধিনায়ক সিও লেফটেন‌্যান্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা, নির্বাচনী ২৭টি ওয়ার্ড এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব মাঠে কাজ করছে বলে জানান। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা হবে।’

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ৭ জন মেয়র প্রার্থী, ১৪৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনে অংশ নিচ্ছেন। মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটর আছেন চার জন।

মোট ভোটকেন্দ্র ১৯২টি। মোট ভোট কক্ষের সংখ‌্যা ১৩৩৩টি। অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৯৫টি।

রাকিব/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়