ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঝিনাইগাতীতে আগুনে পুড়েছে বসত ঘর

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১৭:৩৯, ১৬ জানুয়ারি ২০২২
ঝিনাইগাতীতে আগুনে পুড়েছে বসত ঘর

শেরপুরের ঝিনাইগাতীতে আগুনে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। 

রোববার (১৬ জানুয়ারি) ঝিনাইগাতী থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে থানা সংলগ্ন এলাকার ছাইদুল ইসলামের বাড়ির একটি বসত ঘরে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পরে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে ছাইদুল নামের এক ব্যক্তির টিনশেড বসতঘর, ঘরে থাকা দুটি ফ্রিজ, দুটি সেলাই মেশিনসহ আসবাবপত্র পুড়ে যায়। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বলেন, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

তারিকুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়