ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মেহেরপুরে ২ ক্লিনিক মালিককে কারাদণ্ড 

মেহেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১৬ জানুয়ারি ২০২২  
মেহেরপুরে ২ ক্লিনিক মালিককে কারাদণ্ড 

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অব্যবস্থাপনার কারণে এক ক্লিনিকের দুই মালিককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন। অন্য একটি ক্লিনিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, রাবেয়া মেডিকেল সার্ভিসের মালিক আব্দুল লতিফ ও তার পার্টনার মুকুল বাশারকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

ল্যাব টেকনোলজিস্টের নিয়োগপত্রে নানা ত্রুটি থাকার অভিযোগে ভোক্তা অধিকার আইন অনুসারে সনোল্যাব ও নার্সিং হোমের স্বত্বাধিকারী ডা. জগদীশ প্রসাদ আগারওয়ালাকে (জেপিজে) ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. খ ম ফয়সাল হারুন সেখানে উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। 

এদিকে, ক্লিনিকের দুই মালিককে কারাদণ্ড দেয়ায় মেহেরপুর ক্লিনিক অ্যাসোসিয়েশন জরুরি সভায় বসবে বলে জানিয়েছেন মেহেরপুর ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবু তাহের সিদ্দিকী। 
 

মহাসিন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়