ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কুমিল্লায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ১৬ জানুয়ারি ২০২২  
কুমিল্লায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে

কুমিল্লায় হত্যাচেষ্টা মামলায় কারাগারে যেতে হয়েছে নৌকা প্রতীকের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। জেলার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নে জজ মিয়া নামে এক প্রবাসীকে হত্যাচেষ্টার মামলায় তাকেসহ চারজনের কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বাকিরা আসামিরা হলেন, জসিম উদ্দিন, সোহাগ, মনির হোসেন। রোববার (১৬ জানুয়ারি) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রিমা এ আদেশ দেন। কুমিল্লার আদালতের জিআর হেদায়েত বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনের দিন মানিকাচর ইউনিয়নের আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে জজ মিয়া নামে এক সৌদি প্রবাসী গুরুতর আহত হয়। এই ঘটনায় তার ভাই আবু সায়েদ বাদী হয়ে কুমিল্লার আমলি আদালতে মানিকাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ ৯ জনের নামে হত্যা প্রচেষ্টার মামলা করেন। 

এই মামলায় গত ৬ ডিসেম্বর আসামিরা জামিন চাইলে উচ্চ আদালত তাদের দুই সপ্তাহের আগাম জামিন দেন ও নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

রোববার (১৬ জানুয়ারি) নিম্ন আদালতে ৫ আসামি আত্মসমর্পণ করলে মানিকাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ ৪ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মেঘনা থানার অফিসার ইনচার্জ ছমির উদ্দিন জানান, উচ্চ আদালতে জামিনে থাকা আসামিরা নিম্ন আদালতে জামিন নিতে গেলে চারজনের জামিন নামঞ্জুর করেন আদালত।

শরীফ/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়