ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নির্বাচনে সূক্ষ ইঞ্জিনিয়ারিং হয়েছে:  তৈমূর আলম খন্দকার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৬, ১৬ জানুয়ারি ২০২২   আপডেট: ২৩:৪৭, ১৬ জানুয়ারি ২০২২
নির্বাচনে সূক্ষ ইঞ্জিনিয়ারিং হয়েছে:  তৈমূর আলম খন্দকার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানিয়েছেন, নির্বাচনে সূক্ষ ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইভিএমে ভোট প্রদান বিলম্ব হওয়ায় অনেক ভোটার ফিরে গেছে। এ নির্বাচন আইভীর সাথে হয়নি হয়েছে সরকার বনাম তৈমূর আলম খন্দকারের সাথে।

রোববার (১৬ জানুয়ারি) নির্বাচনে পরাজিত নিশ্চিত হয়ে রাতে শহরের মসদাইর এলাকায় তার নিজ বাসায় গণমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

তিনি বলেন, আমিতো আগেই অভিযোগ করেছি, আমার নেতাকর্মীদের বাড়িতে থাকতে দেয়নি।

এর আগে বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফলে মেয়র আইভী ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে তৈমূর আলম খন্দকারকে পরাজিত করেন।

 

হাসান উল রাকিব/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়