ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অবশেষে কালাইল বিলের মাটি কাটা বন্ধ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১৭ জানুয়ারি ২০২২   আপডেট: ১১:৪৪, ১৭ জানুয়ারি ২০২২
অবশেষে কালাইল বিলের মাটি কাটা বন্ধ

অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালাইল বিলের মাটি কাটা। 

কালাইল বিলের কালীগঞ্জ পৌরসভা অংশ দুর্বাটি উত্তরপাড়া ও বৈরাইল এলাকার কৃষি জমির মাটি কেটে বিক্রি করছিলেন গাজীপুরের স্থানীয় ক্ষমতাসীন দলের দুই নেতা। ইউএনও নিজে ঘটনাস্থলে গিয়ে দুটি এক্সকাভেটর (বেকু) জব্দ করে এই মাটি কাটা বন্ধ করলেন।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসসাদিকজামান। 

ইউএনও জানান, ঘটনাস্থলে গিয়ে দুটি এক্সকাভেটর (বেকু) জব্দ করা হয়েছে এবং ওই দুই নেতাকে খবর দিয়ে অফিসে এনে ভবিষ্যতে আর কৃষি জমির মাটি কাটবে না বলে মুচলেকা নেওয়া হয়েছে। এছাড়া কালাইল বিলের কৃষি জমির উপর দিয়ে নেওয়া রাস্তা ঠিক করে আগামী ৭ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফিরিয়ে দেওয়া হবে। তবে ভবিষ্যতে এ ধরণের ঘটনা যেখানেই সংঘটিত হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।   

জানা গেছে, মাটি কেটে নেওয়ায় ওই বিলের ৫ শতাধিক বিঘা কৃষি জমির ফলন বন্ধের হুমকির আশঙ্কা থাকলেও ক্ষতিগ্রস্ত কৃষকরা ওই দুই নেতার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারছিলেন না। 

মাটি কাটার ঘটনায় জড়িত দু’জনের বাড়িই কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের দুবার্টি গ্রামে। তারা দুজনে প্রভাব খাটিয়ে ভাগ ভাটোয়ারা করে কালাইল বিলের কৃষি জমির মাটি কেটে বিক্রি করছিলেন।

রফিক/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়