ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহে করোনা ও উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ৯৪

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৭ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:৩১, ১৭ জানুয়ারি ২০২২
ময়মনসিংহে করোনা ও উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ৯৪

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও জেলায় নতুন করে ৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

সোমবার (১৭ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃত দুইজনের মধ্যে করোনায় একজন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। 

এদিকে আইসিইউতে ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০ জনের করোনা পজেটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। 

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাব ও হাসপাতালের এন্টিজেন টেস্টে ৩৪৪টি নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

মিলন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়