ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাঙামাটিতে ৩৫ জনের করোনা শনাক্ত

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ১৭ জানুয়ারি ২০২২  
রাঙামাটিতে ৩৫ জনের করোনা শনাক্ত

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫২ জনে। আর সুস্থ হয়েছে ৪ হাজার ২২৮ জন।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল। তিনি জানান, সোমবার (১৭ জানুয়ারি) রাঙামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টার জেলার ১২০ জনের নমুনা পাওয়া যায়। এর মধ্যে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে রাঙামাটি সদর উপজেলার ১৪ জন, কাপ্তাইয়ে ১৩ জন, বিলাইছড়ির ২ জন, রাজস্থলীর ২ জন, লংগদুর ১ জন, জুরাচড়ির ২ জন ও নানিয়ারচর উপজেলার ১ জন রয়েছেন। 

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় করোনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। 

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙামাটিতে এ পর্যন্ত ৩ লাখ ৯১ হাজার ৯০ জন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। আর দুই ডোজ নিয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৮৯৯ জন।
 

বিজয়/বকুল  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়