ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনা বিভাগে একদিনে ১৫৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:৫৮, ১৮ জানুয়ারি ২০২২
খুলনা বিভাগে একদিনে ১৫৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

খুলনা বিভাগে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের দশ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫৮ জন। এ সময় মারা গেছেন ২জন। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, এ পর্যন্ত খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১৪ হাজার ৪১৮জন। মারা গেছেন ৩ হাজার ১৯৭ জন। 

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্র জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে খুলনা জেলায় ৫০জন। যশোরে ৩৩, কুষ্টিয়ায় ২৯, ঝিনাইদহে ২৮, চুয়াডাঙ্গায় ৬, বাগেরহাটে ৩, নড়াইলে ৩, মাগুরায় ৩, সাতক্ষীরায় ২ ও মেহেরপুরে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

তবে, এ সময় বিভাগের দশ জেলার মধ্যে শুধুমাত্র কুষ্টিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে, করোনাভাইরাসের বিস্তার রোধে সোমবার (১৭ জানুয়ারি) মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৩টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা।

নূরুজ্জামান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়