ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পোশাক শ্রমিককে ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৮ জানুয়ারি ২০২২  
পোশাক শ্রমিককে ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ৫

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর এলাকায় এক পোশাক শ্রমিককে ধর্ষণের পর ভিডিও ধারণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
সোমবার (১৭ জানুয়ারি) ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক মামলা করার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, কাশিমপুর থানার পানিশাইল এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন ভুক্তভোগী নারী। এ সময় ওই নারীর সঙ্গে একই কারখানায় চাকরি করা আবু বক্কর সিদ্দিক রাহাতের পরিচয় হয়। রোববার (১৬ জানুয়ারি) নতুন বাসা ভাড়া নেওয়ার কথা বলে রাহাত ওই নারীকে একটি  টেক্সটাইল কারখানার পরিত্যক্ত কোয়ার্টারের কাছের ফাঁকা জায়গায় নিয়ে যান। সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা ৪ ব্যক্তি তাদের পথরোধ করে। পরে মোবারক হোসেন নামে একজন ওই নারীকে ধর্ষণ করে। মোবারকের সঙ্গে থাকা বাকিরা এ সময় মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করেন।

ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেখিয়ে ওই নারীর কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন ধর্ষক ও তার সহযোগীরা। পরে ভুক্তভোগী মানসম্মান রক্ষার্থে তার বাবাকে ফোন দিয়ে বিকাশের মাধ্যমে টাকা এনে ওই ধর্ষণকারীদের দেয়। টাকা পেয়ে ভুক্তভোগীকে ছেড়ে দেয় তারা। তবে এ বিষয়ে কাউকে কিছু জানালে ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল করে দেবে বলে হুমকি দেয়।

তিনি আরো জানান, ঘটনার পর ওই পোশাক শ্রমিক থানায় এসে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকসহ ৫ জনকে গ্রেপ্তার করে। 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়