ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কৃষকের হাত পায়ের রগ কেটে দিলো প্রতিপক্ষের লোকজন

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১৭:১৮, ১৮ জানুয়ারি ২০২২
কৃষকের হাত পায়ের রগ কেটে দিলো প্রতিপক্ষের লোকজন

ফরিদপুরের নগরকান্দায় পূর্ব শক্রতার জেরে তৌহিদ মোল্যা (৫০) নামের এক কৃষকের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। 

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আটকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ওই ঘটনায় আহত তৌহিদ মোল্যার ভাই বাচ্চু মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তৌহিদ মোল্যা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের আজিত মোল্যার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব বিরোধের জেরে আটকাহনিয়া গ্রামের বাসিন্দা আমির হোসেন মোল্যা, বাদল মোল্যা, সাইফুদ্দিন মোল্যা, আহাদ মোল্যা ও সোহাগ মোল্যাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের তৌহিদ মোল্যার ওপর হামলা চালায়। এ সময় তারা তৌহিদ মোল্যাকে কুপিয়ে আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা তৌহিদ মোল্যার হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নগরকান্দা থানার এসআই পিজুষ কান্তী দে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উজ্জল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়